ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন জাকির হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন জাকির হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট (ফাইল ফটো)

ঢাকা: সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে ড. মো. জাকির হোসেনকে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (৪ মার্চ) মন্ত্রণালয়ের বিচার শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তার চাকরি প্রধান বিচারপতির অধীন ন্যস্ত করা হলো।

এর আগে গত ১৭ অক্টোবর জাকির হোসেনকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এমআইএইচ/ইএস/এইচএ/

** দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল হলেন জাকির হোসেন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।