ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঝালকাঠিতে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
ঝালকাঠিতে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

ঝালকাঠি: ঝালকাঠিতে অবৈধ অস্ত্র রাখার দায়ে সাঈদুর রহমান স্বপন (৪৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ জুন) বিকেলে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সাঈদুর ঝালকাঠি সদর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মতিউর রহমান খানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৭ জানুয়ারি বরিশাল র‌্যাব-৮ এর একটি দল সাঈদুরকে তার বাড়ি থেকে একটি অবৈধ পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করে। এ ব্যাপারে র‌্যাব-৮ এর তৎকালীন উপ-সহকারী পরিচালক (ডিএডি) মশিউর রহমান বাদী হয়ে ঝালকাঠি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন ২০১৪ সালের ২৮ জানুয়ারি আদালতে অভিযোপত্র দায়ের করেন। আদালত ১১ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করে এ রায় ঘোষণা করেন। সরকারপক্ষে অতিরিক্ত পিপি এম আলম খান কামাল এবং আসামিপক্ষে আবদুর রশীদ সিকদার মামলা পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।