ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিনা টিকিটে রেলে ভ্রমণের দায়ে ৮২০ যাত্রীর জরিমানা 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
বিনা টিকিটে রেলে ভ্রমণের দায়ে ৮২০ যাত্রীর জরিমানা 

ঈশ্বরদী (পাবনা): বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ঈশ্বরদী-ঢাকা রেলরুটের আন্তঃনগর তিনটি যাত্রীবাহী ট্রেনে অভিযান চালিয়ে  ৮২০ যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সাঁড়াষি অভিযানে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায়, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, জামতৈল, সিরাজগঞ্জ বাজার বঙ্গবন্ধু সেতুপশ্চিম, বঙ্গবন্ধু সেতুপূর্ব, টাঙ্গাইল, মির্জাপুর, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর স্টেশন পর্যন্ত অভিযান চালানো হয়। আবার পুনরায় ওই স্টেশনগুলোতে চেকিং করে ফিরে আসা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, পাকশি বিভাগীয় রেলওয়ের আওতাধীন ১২টি স্টেশনের ওপর দিয়ে যাওয়া রাজশাহী  থেকে ছেড়ে যাওয়া ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে (আপ) ৭৫৩ নম্বর (ডাউন) ৭৫৪ নম্বর আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস এবং সিরাজগঞ্জ বাজার থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকা থেকে ফিরে আসা ৭৭৩ নম্বর সিরাজগঞ্জ এক্সপ্রেস, খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে ঢাকাগামী (আপ) ৭৬৩ নম্বর এবং ঢাকা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী জংশন হয়ে খুলনাগামী (ডাউন) ৭৬৪ চিত্রা এক্সপ্রেস ট্টেনে টিকেট চেকিং অভিযান চালানো হয়। এ সময় বিনা টিকিটে যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ ৮২ হাজার ৬০ টাকা ও জরিমানা বাবদ ৪১ হাজার টাকা আদায় করা হয়।

এ অভিযানে উপস্থিত ছিলেন- পাকশি রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবু, ভ্র্যাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল হালিম, বরকতউল্লাহ বরকত, শফিকুল ইসলাম, মেহেদী হোসেন খাঁন, বিশ্বজিৎ রায়, ইব্রাহিম হোসেন।

এ সময় ৩টি ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৮২০ যাত্রীর কাছ থেকে এক লাখ ২৩ হাজার ৬০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয় বলে জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮ 
আরএ
              

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।