ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঝালকাঠিতে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
ঝালকাঠিতে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় মাদক মামলায় নূর আলম খান (৩৮) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। নূর নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের ওহাব খানের ছেলে।

 

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৮ জুলাই রাতে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামে অভিযান চালিয়ে দপদ‌পিয়া ইউনিয়ন যুবলীগ নেতা নূর আলম খানকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বসত ঘরের পাশে একটি মাছের ঘের থেকে ৩২০ বোতল ফেনসিডিল ও পলিথিনে মোড়ানো আরও ২০ লিটার ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব-৮ এর সদস্যরা।  

এ ঘটনায় র‌্যাব- ৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আবদুর রহিম নাঈম বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।  

পরে নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম তদন্ত শেষে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।