বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৫ মে দিন ধার্য করেছেন।
এদিন মামলাটিতে সাক্ষ্য ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক মো. শফিকুল ইসলাম।
আদালতে জবানবন্দি দেওয়ার পর আসামি পক্ষের আইনজীবী দুদকের প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল, ব্যারিস্টার ফখরুল ইসলাম ও অ্যাডভোকেট জসিম উদ্দিন কিৎসক মো. শফিকুল ইসলামকে জেরা করেন।
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাবেলা সিজার।
২০১৬ সালের ২৮ জুন ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী মামলাটিতে ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার আসামিরা হলেন— বিএনপি নেতা এম এ কাইয়ুম, এম এ কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও মো. সোহেল ওরফে ভাঙ্গরী সোহেল।
তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মতিন জামিনে এবং স্বীকারোক্তিকারী চারজন কারাগারে আছেন। কাইয়ুম ও সোহেল পলাতক রয়েছেন।
মামলাটিতে ২০১৬ সালের ২৫ অক্টোবর আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। তারপর থেকে এ পর্যন্ত ৩৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এমএআর/এমজেএফ