ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অপহরণ মামলায় এক ব্যক্তির ১৪ বছরের জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, মে ৫, ২০১৯
অপহরণ মামলায় এক ব্যক্তির ১৪ বছরের জেল

বরিশাল: এক স্কুলছাত্রীকে অপহরণ করার দায়ে বাপ্পি বাড়ৈ নামে এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

রোববার (০৫ মে) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বাপ্পি বাড়ৈ আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় গ্রামের অবনী বাড়ৈর ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, অপহৃতা তৎকালীন সময়ে আগৈলঝাড়া একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। ২০০৭ সালের ২০ মার্চ  সকালে কোচিং এ যাওয়ার পথে নগরবাড়ীর মসজিদের সামনে বসে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান বাপ্পি। এ ঘটনায় ওই দিনই মেয়েটির মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর তদন্ত করে একই বছরের ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন এসআই আফতাব উদ্দিন খান। মামলায় আটজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্নের পর বিচারক রোববার এ রায় দেন।   রায় ঘোষণার সময় বাপ্পি বাড়ৈ পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।