রোববার (০৫ মে) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বাপ্পি বাড়ৈ আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় গ্রামের অবনী বাড়ৈর ছেলে।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, অপহৃতা তৎকালীন সময়ে আগৈলঝাড়া একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। ২০০৭ সালের ২০ মার্চ সকালে কোচিং এ যাওয়ার পথে নগরবাড়ীর মসজিদের সামনে বসে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান বাপ্পি। এ ঘটনায় ওই দিনই মেয়েটির মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর তদন্ত করে একই বছরের ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন এসআই আফতাব উদ্দিন খান। মামলায় আটজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্নের পর বিচারক রোববার এ রায় দেন। রায় ঘোষণার সময় বাপ্পি বাড়ৈ পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এমএস/এএটি