ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বাগেরহাটে বিচারক বদলির দাবিতে আইনজীবীদের আদালত বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, মে ৭, ২০১৯
বাগেরহাটে বিচারক বদলির দাবিতে আইনজীবীদের আদালত বর্জন

বাগেরহাট: বাগেরহাটে এক বিচারকের বদলির দাবিতে আদালত বর্জন করেছেন আইনজীবীরা। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেনের বদলির দাবিতে সোমবার (৬ মে) থেকে আদালত বর্জন করেন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যরা। 

সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির সভাপতির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেনের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের আলোকে সর্বসম্মতভাবে সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ওই বিচারককে অন্যত্র বদলি না করা পর্যন্ত তার আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু বাংলানিউজকে বলেন, সমিতি ভবনে সভায় সর্বসম্মতিতে তার বদলি না হওয়া পর্যন্ত আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বদলি না হওয়া পর্যন্ত এ বর্জনের ঘোষণা বলবৎ থাকবে।

বাংলাদেশ  সময়: ২৩২২ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।