সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির সভাপতির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেনের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের আলোকে সর্বসম্মতভাবে সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ওই বিচারককে অন্যত্র বদলি না করা পর্যন্ত তার আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু বাংলানিউজকে বলেন, সমিতি ভবনে সভায় সর্বসম্মতিতে তার বদলি না হওয়া পর্যন্ত আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বদলি না হওয়া পর্যন্ত এ বর্জনের ঘোষণা বলবৎ থাকবে।
বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এইচএ/