ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চিকিৎসার জন্য রাশেদুল হক চিশতীর দু’মাসের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মে ১২, ২০১৯
চিকিৎসার জন্য রাশেদুল হক চিশতীর দু’মাসের জামিন

ঢাকা: ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী) ছেলে রাশেদুল হক চিশতীর চিকিৎসার জন্য জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১২ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক একেএম ইমরুল কায়েস আসামির জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহর হিরু আদালতকে বলেন, আসামি শারিরীকভাবে অসুস্থ ও লিভারের বিভিন্ন সমস্যায় ভুগছে।

তার জরুরি চিকিৎসা করা প্রয়োজন। তাই যেকোনো শর্তে জামিনের আবেদন করা হয়।

অন্যদিকে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর রাশেদুল হক চিশতীর জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির চিকিৎসার জন্য দু’মাসের জামিনের আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় নিজ নামে, তার স্ত্রী ও ছেলে মেয়েদের নামে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ফারমার্স ব্যাংকের বিভিন্ন শাখায় ২৫টি হিসাব খোলেন। পরবর্তীতে হিসাবগুলোর মাধ্যমে ব্যাংক ব্যবস্থাপকদের সহায়তায় বিভিন্ন সময়ে গ্রাহকের হিসাব থেকে ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা স্থানান্তর করেন। আর অর্থ আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করে দুদুক।

১৭ জন আসামি যাতে দেশত্যাগ করতে না পারেন সেজন্য ২০১৮ সালের ৩ এপ্রিল আদালতের যে নিষেধাজ্ঞা রয়েছে তাদের মধ্যে জামিনপ্রাপ্ত রাশেদুল হক চিশতীর নামও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ১২, ২০১৯
এমএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।