মঙ্গলবার (২৮ মে) বিকেল থেকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে সন্ধ্যা পর্যন্ত দেন তিনি।
আদালত পরিদর্শক মো. আল-আমীন মঙ্গলবার রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
এ বিষয়ে রাত ১০টায় এ ব্যাপারে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পুলিশ।
আদালত সূত্রে জানা যায়, জবানবন্দি দেওয়ার সময় পুরো কিলিং মিশনের বর্ণনা দিয়েছে বিলাশ। ছিনতাইয়ের সময় টমটমচালক তাদের চিনে ফেলায় হত্যার পর মরদেহ গুম করতে চেয়েছিলেন তারা।
সোমবার (২৮ মে) দিনগত রাতে আনোয়ারপুর এলাকা থেকে শায়েস্তাগঞ্জ যাওয়ার জন্য টমটমচালক সাবাজ মিয়াকে ভাড়া করে একদল ছিনতাইকারী। পথিমধ্যে ধুলিয়াখাল বাইপাস এলাকায় পৌঁছলে সাবাজকে শ্বাসরোধ করে হত্যার পর টমটম ছিনতাইয়ের চেষ্টা চালায় তারা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই রাতেই হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা জেলার বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে বিলাশ মিয়াকে (২২) আটক করে।
এদিকে মঙ্গলবার দুপুরে হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শহরের টাউন হল সড়ক এলাকা থেকে বিক্ষোভ মিছিল শেষে থানা ঘেরাও করেন শ্রমিকরা। পরে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।
বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, মে ২৯, ২০১৯
এএটি