এছাড়া গুলশানের কয়েকটি স্পা সেন্টার থেকে গ্রেফতার ১৬ নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে গ্রেফতারদের হাজির করা হয়।
এছাড়া গুলশান থানার মানবপাচারের পৃথক তিন মামলায় স্পা থেকে গ্রেফতার ১৬ নারীকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন রেসিডেন্ট সেলুন অ্যান্ড স্পা’র- সাদিয়া, রুমানা আক্তার, হিরা মনি, মমতাজ বেগম, লাকি আক্তার মিম। লাইফ স্টাইল স্পা’র- লিলি রেমা, সাহিদা, হাওয়া আক্তার, শারমিন আক্তার, মাধবী চিরং, কলি হক, সুমা সাংমা, টিনা খাতুন, রুবি ও লাকি। ম্যাংগো স্পা’র মাহফুজা সাথী।
এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) রাতে গুলশানের নাভানা টাওয়ারের ১৮, ১৯ ও ২০ তলায় অবস্থিত তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠায় পুলিশ।
এদিকে অভিযানের সময় তিন পুরুষ ও ১৬ নারীকে আটক করা হয়। পরে এ ঘটনায় সম্পৃক্ততা না পাওয়ায় এক পুরুষকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
জেডএস