মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা যুগ্ম জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া গ্রামের রমজান আলীর ছেলে শহিদুল ইসলাম (২০), একই গ্রামের লোকমান সরদারের ছেলে বাবু সরদার (২০)।
নাটোর আদালতের সরকারি কৌঁসুলি লুৎফর রহমান বাবু বাংলানিউজকে জানান, ২০০৪ সালের ৩০ এপ্রিল নাটোরের নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া এলাকার শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১৬ ইঞ্চি সাটারগানসহ শহিদুল ও তার সহযোগী বাবু সরদারকে আটক করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হলে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক বিকেলে এ রায় দেন। রায়ের সময় আদালতে বাবু সরদার উপস্থিত থাকলেও শহিদুল ইসলাম পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
আরবি/