শুক্রবার (২৭ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক লাইভ ভিডিওতে তিনি বলেন, প্রশাসনকে ম্যানেজ করা ছাড়া এত বড় চোরাচালান ভারত থেকে নিয়ে আসা সম্ভব না। এসব কারণে স্থানীয় মন্ত্রীরও দুর্নাম হবে।
হবিগঞ্জের পুলিশ সুপারকে উদ্দেশ্য করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলবেন, এভাবে চালানের ব্যবস্থা করে দেবেন, অথবা চোখ বন্ধ করে রাখবেন তা হতে পারে না। পাচারকারী যারাই হোক না কেন তাদের গ্রেফতারের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
এর আগে শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাল্লা সীমান্ত ফাঁড়ির কোটবাড়ি এলাকা থেকে প্রায় একশ বস্তা ভারতীয় চা পাতা ও বিভিন্ন সাইজের ৪৫টি টায়ার জব্দ করেন বিজিবি সদস্যরা। যার আনুমানিক মূল্য ২৩ লক্ষাধিক টাকা। অভিযানে সহযোগিতা করেন স্থানীয় লোকজন।
এদিকে মালামাল জব্দ হওয়ার পর এগুলো সরাসরি ক্যাম্পে নিয়ে যেতে চান বিজিবি সদস্যরা। এসময় এলাকাবাসী সিজার লিস্ট না করে মালামাল নিয়ে যেতে বিজিবি সদস্যদের বাধা দিলে উভয়পক্ষে বাগবিতণ্ডা হয়। পরে বিকেলে ব্যারিস্টার সুমন ঘটনাস্থলে গিয়ে তার ফেসবুক পেজে লাইভ করেন। এসময় উপস্থিত বিজিবি কর্মকর্তারা জানান একশ বস্তা চা পাতা ও ৪৫টি টায়ার জব্দ করা হয়েছে। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়।
এ ব্যাপারে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এম জাহিদুর রশীদ বাংলানিউজকে অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তবে বিজিবি সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডার ব্যাপারটি অস্বীকার করেন তিনি।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বাংলানিউজকে বলেন, সীমান্তে চোরাচালান রোধের দায়িত্ব সীমান্তরক্ষী বাহিনীর। তাদের পাশাপাশি পুলিশও দায়িত্ব নিয়ে মাদক এবং চোরাচালান রোধে কাজ করে যাচ্ছে। পুরো জেলার অপরাধ দমনে কাজ করে যাচ্ছে হবিগঞ্জ জেলা পুলিশ।
সামাজিক বিভিন্ন সমস্যা, অসঙ্গতি, অন্যায়ের বিরুদ্ধে নিজের ফেসবুক পেজে লাইভ করে এরই মধ্যে দেশব্যাপী সাড়া জাগিয়েছেন ব্যারিস্টার সুমন। তার লাইভে বদলে গেছে অনেক কিছু। নিজের জেলার চোরাচালান নিয়ে এটি তার সবশেষ লাইভ।
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এএ