বুধবার (০৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এই আদেশ দেন।
তারা হলেন- হাসিবুর রহমান তুষার ও আবু বকর আলিফ।
তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা।
এর আগে মঙ্গলবার (০৮ অক্টোবর) মুহসীন হলে এক ছাত্রলীগ নেতার মাথায় ‘পিস্তল ঠেকানোয়’ এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, হাজি মুহম্মদ মুহসীন হলে তাদের কক্ষে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে।
হাসিবুর রহমান তুষার ও আবু বকর আলিফ দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র। তুষার পড়েন আইইআর-এ, আর আলিফ দর্শনের ছাত্র।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
কেআই/জেডএস