ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফাহাদ হত্যা: জামিন মেলেনি অমিত সাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
ফাহাদ হত্যা: জামিন মেলেনি অমিত সাহার অমিত সাহা

ঢাকা: বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় দ্বিতীয় দফায় রিমান্ড শেষে অমিত সাহার জামিন নামঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন।

অমিত সাহার পক্ষে মঞ্জুরুল আলম মঞ্জুসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন।

আবেদনের শুনানিতে তারা বলেন, অমিত সাহা ঘটনাস্থলে ছিলেন না। পূজার ছুটিতে বাড়িতে ছিলেন। এজাহারেও নাম নেই। ভিডিওফুটেজে তাকে দেখা যায়নি। সন্দেহজনকভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। তাই তিনি জামিন পাওয়ার যোগ্য।

অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ৯ অক্টোবর রাজধানীর সবুজবাগ থেকে ছাত্রলীগের বহিষ্কৃত উপ-আইন সম্পাদক অমিতকে গ্রেফতার করে ডিবি।

পরদিন প্রথম দফায় অমিতের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৭ অক্টোবর দ্বিতীয় দফায় তাকে তিনদিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে ২০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৬ অক্টোবর দিনগত রাতে আবরারকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা তাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান সহপাঠীরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
কেআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।