ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিএসই‌সির সা‌বেক চেয়ারম্যা‌ন সুলতা‌নের ৮ বছর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
বিএসই‌সির সা‌বেক চেয়ারম্যা‌ন সুলতা‌নের ৮ বছর কারাদণ্ড ছবি: প্রতীকী

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্প‌ত্তি অর্জন ও এর মিথ্যা তথ্য দেওয়ার দায়ে দুদকের মামলায় বাংলা‌দেশ স্টিল অ্যান্ড ই‌ঞ্জি‌নিয়া‌রিং ক‌রপো‌রেশ‌নের (বিএসই‌সি) সা‌বেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প‌রিচালক সুলতান আহ‌মেদ‌ শিকদার‌কে আট বছ‌রের কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একইসঙ্গে চার লাখ টাকা অর্থদণ্ড অনাদা‌য়ে আরও নয় মা‌সের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

এছাড়াও তার মা‌লিকানাধীন রাজধানীর উত্তরা ৬ নম্বর রোডের চারতলা এক‌টি বা‌ড়ি রা‌ষ্ট্রের অনুকূ‌লে বা‌জেয়াপ্তের আ‌দেশও দেন আদালত।

‌সোমবার (০৪ ন‌ভেম্বর) ঢাকার বি‌শেষ জজ আদালত ৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের (দুদক) সহকা‌রী প‌রিচালক নিরু শামসুন নাহার বাদী হ‌য়ে ২০০৮ সা‌লের ১৮ ন‌ভেম্বর সুলতান আহ‌মে‌দের ‌বিরু‌দ্ধে মামলা ক‌রেন।

এতে তার বিরু‌দ্ধে ২০০৪ সা‌লের দুদক আই‌নের ২৬ (২) ধারায় এক কো‌টি ৫৫ লাখ টাকার সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়া ও ২৭ (১) ধারায় তিন কো‌টি সাত লাখ টাকার জ্ঞাত অয় ব‌হির্ভূত সম্পত্তি অর্জ‌নের অ‌ভি‌যোগ আনা হয়।

এই মামলায় ২০০৯ সা‌লের ২২ এ‌প্রিল আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দেয় দুদক। ২০১০ সা‌লের ৬ এ‌প্রিল অ‌ভি‌যোগ গঠ‌নের মাধ্য‌মে মামলার বিচার শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
কেআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।