ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

‘নিরাপনে’র তদারকি কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
‘নিরাপনে’র তদারকি কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল

ঢাকা: উত্তর আমেরিকাভিত্তিক তৈরি পোশাকের ক্রেতা জোট প্রতিষ্ঠান ‘নিরাপন’ এর কারখানার নিরাপত্তা পরিদর্শন কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া ছয় মাসের নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আপিল বিভাগ।

‘নিরাপনে’র করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (০১ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ খারিজ করে দেন।

এর আগে গত ২২ অক্টোবর ড্রাগন সোয়েটার লিমিটেডের করা আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট রুলসহ নিষেধাজ্ঞার আদেশ দেন।

 

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।  

২২ অক্টোবর ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, গত বছরের শেষ দিনে অ্যালায়েন্স বাংলাদেশ ত্যাগ করে। এরপর এপ্রিলে ‘নিরাপন’ তাদের কাজ শুরু করে। ওই অ্যালায়েন্স নিয়ে ২০১৭ সালে ড্রাগন সোয়েটার লিমিটেড হাইকোর্টে রিট করে। সেই রিটে ‘নিরাপন’কে পক্ষভুক্ত করার আবেদন করি।  

‘আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এরপর সম্পূরক আবেদনের শুনানি নিয়ে তাদের কার্যক্রমের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করা হয়। ’

এর বিরুদ্ধে ‘নিরাপন’ আপিল বিভাগে আবেদন করে।

তৈরি পোশাক খাতের উত্তর আমেরিকার ক্রেতাজোট সংস্থা অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি (অ্যালায়েন্স) নির্ধারিত সময়ে বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম গুটিয়ে নিলেও চলতি বছরের শুরুর দিকে নতুনরূপে কার্যক্রম শুরু করেছে। এই নতুন প্ল্যাটফর্মটি হলো ‘নিরাপন’।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
ইএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।