ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নতুন আইজিআর শহীদুল আলম ঝিনুক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
নতুন আইজিআর শহীদুল আলম ঝিনুক

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক পদে যোগ দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত নম্বর-৬ এর বিশেষ জজ (জেলা জজ) মোহাম্মদ শহীদুল আলম ঝিনুক।

রোববার (২৬ জানুয়ারি) তিনি এ অধিদপ্তরের মহাপরিদর্শক পদে যোগ দেন।  

এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ থেকে শহীদুল আলম ঝিনুকের বর্তমান পদ থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক পদে প্রেষণে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

শহীদুল আলম ঝিনুক দশম বিসিএসে উত্তীর্ণ হয়ে ১৯৯১ সালে বিচার ক্যাডারে যোগ দেন। তিনি ২০১৫ সালে জেলা জজ পদে পদোন্নতি প্রাপ্ত হন এবং ঢাকায় স্পেশাল জজ হিসেবে দায়িত্ব পালন করার সময় ওই বছরের মে মাসে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিষ্ট্রার পদে নিয়োগ পান।  

পরে সুনামগঞ্জ ও মানিকগঞ্জে জেলা ও দায়রা জজ পদেও দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।