ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ময়মনসিংহ সিজেএম আদালতে ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
ময়মনসিংহ সিজেএম আদালতে ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন ময়মনসিংহ সিজেএম আদালতে ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে মাতৃদুগ্ধ পান (ব্রেস্ট ফিডিং) কর্নারের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও লিগ্যাল এইডের উদ্যোগে মাতৃদুগ্ধ পান কর্নার উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।  

এসময় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, লিগ্যাল এইড অফিসার রওশন আরা রহমান, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, শিব্বির আহমেদ লিটনসহ আইনজীবি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন জানান, কর্মক্ষেত্রে নারীর উপস্থিতি ও বিভিন্ন সমস্যা নিয়ে দূর থেকে আসা নারীরা নির্বিঘ্নে ও নিরাপদে শিশুদের দুধ পান করানোর ব্যবস্থার তাগিদে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
একে/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।