ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কুষ্টিয়ায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
কুষ্টিয়ায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া: নেশার টাকা না দেওয়ায় কুষ্টিয়ার দৌলতপুরে গর্ভধারিণী মাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার দায়ে জুয়েল সরদার ওরফে জুয়েল রানা নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

জুয়েল সরদার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের আংদিয়া এলাকার আজিজুল সরদারের ছেলে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর দুপুরে জুয়েলের সঙ্গে তার মা বানেরা খাতুনের পারিবারিক কলহ বাঁধে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে জুয়েল তার মাকে ধারালো হাসুয়া ও কোদাল দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন জুয়েলকে একমাত্র আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বাবা আজিজুল সরদার।

তদন্ত শেষে ২০১৯ সালের ১ জানুয়ারি ৩০২ ধারায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে একই বছরে ১৯ জুনে অভিযোগ গঠন করে বিচার কার্য শুরু করেন আদালত।

রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বাংলানিউজকে জানান, নিজের গর্ভধারিণী মাকে নির্মমভাবে হাসুয়া এবং কোদাল দিয়ে কুপিয়ে হত্যার মতো ঘটনা আদালতকেও নাড়া দিয়েছে। এ মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি জুয়েল রানার বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

** নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।