ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জামিন পাননি বগুড়ার সেই তুফান সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জুন ২২, ২০২০
জামিন পাননি বগুড়ার সেই তুফান সরকার

ঢাকা: জামিন পাননি বগুড়ায় কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকার।

সোমবার (২২ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে তার আবেদনের ওপর শুনানি হয়।

আবেদনের পক্ষে ভারর্চ্যুয়ালি শুনানি করেন আইনজীবী মো.মোমতাজউদ্দিন আহমদ মেহেদী।

সঙ্গে ছিলেন আইনজীবী এএইচএম রেহানুল কবির। রাষ্টপ্রক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড.মো.বশির উল্লাহ।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ বলেন, আদালত তাকে জামিন না দিয়ে নিয়মিত বেঞ্চে (কোর্ট খোলার পর) যেতে বলেছেন।

২০১৭ সালের ২৮ জুলাই নারী ও শিশু নির্যাতন আইনে ওই মেয়ের মায়ের করা মামলায় বলা হয়, ভালো কলেজে ভর্তি করবে বলে তুফান মোবাইলে যোগাযোগ করে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১৭ সালের ১৭ জুলাই বগুড়ায় তুফানের বাড়িতে তার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি তুফানের স্ত্রী জানতে পেরে ওই ঘটনার জের ধরে ওই বছরের ২৮ জুলাই মেয়ের মা এবং মেয়ের মাথা ন্যাড়া করে বেধড়ক মারধরও করে। পরে এ মামলায় পুলিশ ১১ জনকে গ্রেফতার করে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন্স) আবুল কালাম আজাদ ২০১৭ সালের ১০ অক্টোবর পৃথক দু’টি ধারায় ওই মামলায় আদালতে অভিযোপত্র দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুন ২২, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।