ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বাংলালায়নের সম্পদ হস্তান্তরে হাইকোর্টের নিষেধাজ্ঞা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
বাংলালায়নের সম্পদ হস্তান্তরে হাইকোর্টের নিষেধাজ্ঞা

ঢাকা: ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালায়ন কমিউনেশন লিমিটেডের সব ধরনের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

এক আবেদনের শুনানি নিয়ে তিন মাসের জন্য এ আদেশ দেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ।

আদেশে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ব্রোকার হাউজ, মার্চেন্ট ব্যাংক বা একই জাতীয় প্রতিষ্ঠানে থাকা টাকা ও জামানত হিসেবে রাখা সম্পদ হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম সাইফ ও মো. ইমরান আলী।   

বাংলালায়ন থেকে বন্ড ক্রেতা ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড বাংলালায়নের অবসায়ন চেয়ে এ আবেদন করেন।

ওই আবেদনের শুনানি নিয়ে গত ১৮ অক্টোবর হাইকোর্ট এ আদেশ দেন। এ আদেশের অনুলিপি পাওয়ার পর ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড তা নিশ্চিত করেন অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম সাইফ।

অবসায়ন চেয়ে ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের করা এক আবেদন কেন গ্রহণ করা হবে না তিন সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতে বাংলালায়ন কমিউনেশন লিমিটেডকে নির্দেশ দেওয়া হয়েছে। ৮ নভেম্বর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।