ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিরিজ বোমা হামলা: জেএমবির এক নেতাকে জামিন দেননি হাইকোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুন ৯, ২০২১
সিরিজ বোমা হামলা: জেএমবির এক নেতাকে জামিন দেননি হাইকোর্ট

ঢাকা: ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার দিনে হবিগঞ্জের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা সালাহউদ্দিনকে জামিন দেননি হাইকোর্ট।

বুধবার (৯ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ তার জামিনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এম মঈনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে সারা দেশে আদালতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলা চালায় জেএমবি। ওই ঘটনায় সারাদেশে মামলা হয়। এরমধ্যে হবিগঞ্জে জেলা সদরে সোনালী ব্যাংকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি সালাহউদ্দিনের জামিন আবেদন গত ২৪ জানুয়ারি হবিগঞ্জের আদালত খারিজ করেন।

এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ০৯, ২০২১
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।