ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাস্ক না পরায় ২০ ব্যক্তিকে ডিএসসিসির জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জুন ১৪, ২০২১
মাস্ক না পরায় ২০ ব্যক্তিকে ডিএসসিসির জরিমানা মাস্ক না পরায় ২০ ব্যক্তিকে ডিএসসিসির জরিমানা ।

ঢাকা: মাস্ক পরিধান না করে রাস্তায় বের হওয়ায় ২০ জন মোটরসাইকেল ও রিকশা আরোহীকে জরিমানা এবং শতাধিক যাত্রী ও পথচারীকে সতর্ক করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সোমবার (১৪ জুন) বিকাল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর নিউ মার্কেট এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) মেরীনা নাজনীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

অভিযানকালে ৮৫টি বাস, দুই শতাধিক মোটরসাইকেল ও রিকশায় চলাচলকারী যাত্রী ও চালক মাস্ক পরিহিত রয়েছে কিনা  তা খতিয়ে দেখা হয়।

অভিযানকালে তিনি বাসগুলোতে যাতায়তকারী যাত্রীদের শারীরিক দূরত্ব বজায় রাখতে এবং মাস্ক পরিহিত অবস্থায় দেখতে পেলেও কিছু সংখ্যক বাস চালক ও চালকের সহযোগীদের মাস্ক না থাকায় তাদেরকেও সতর্ক করেন।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জুন ১৪, ২০২১
আরকেআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।