ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

করোনা টিকাসহ গ্রেফতার ক্লিনিক মালিক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
করোনা টিকাসহ গ্রেফতার ক্লিনিক মালিক কারাগারে

ঢাকা: রাজধানীর দক্ষিণখানের একটি ক্লিনিক থেকে মডার্নার ২৯ ডোজ টিকা এবং দুই হাজার ডোজের খালি বক্স উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটি মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ আদেশ দেন।

বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণখান থানায় দায়ের করা ওই মামলায় আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা (আইও) সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ। তবে এদিন তিনি (আইও) আদালতে উপস্থিত না থাকায় রিমান্ড শুনানির জন্য আগামী ২৩ আগস্ট দিন ধার্য করেন বিচারক।

এর আগে বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে আসামি বিজয় কৃষ্ণ তালুকদারকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়,  ‘দরিদ্র পরিবার সেবা সংস্থা’ নামের এ ক্লিনিক থেকে চড়া দামে বিক্রি করা হতো এসব ভ্যাকসিন। এ ঘটনায় দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।