ফ্যাশন সচেতন নারী দেখলেই তার সৌন্দর্য, ব্যক্তিত্ব ও পোশাকের সঙ্গে সঙ্গে আনুষাঙ্গিক অনেক কিছুই নজর কাড়ে। এরমধ্যে থাকে তার গহনার কালেকশন।
সেই জায়গা দখল করেছে ফ্যাশনেবল হালকা গয়না। আর এসবের মেটাল হিসেবে বেছে নেওয়া হয়েছে সোনা, রূপা, অক্সিডাইস, তামা, এমনকি কাঠ আর মাটি।
গহনার মধ্যেও রয়েছে কত কিছু, তবে আংটি রয়েছে সবার পছন্দের তালিকায়। মেয়েদের হাত ও আঙুল এমনিতেই সুন্দর। এই সৌন্দর্য আরও ফুটে ওঠে যখন আঙুলে আংটি থাকে। নানা আকষর্ণীয় ডিজাইনের আংটিগুলো রুচি ও আভিজাত্যের প্রতিক।
ব্যবহার করতে পারেন যেসব আংটি
• যেকোনো পোশাকের সঙ্গে পরা যাবে অ্যান্টিক স্টাইলের রঙিন আংটি
• অসম্ভব সুন্দর ডিজাইনের স্টোনের আংটিগুলোও কম যায় না
• পার্টিতে পরার জন্য বড় সাইজের স্টোনের আংটি বেছে নিতে পারেন
• অক্সিডাইস সিলভার প্লেটেড ক্লাসি লুকের ডিজাইনার আংটি সব সময় ব্যবহার করা যায়
• কাঠের কাজ করা আংটিগুলো সবার পছন্দ হবে
• আর মাটির আংটিগুলোও রং আর ডিজাইনে অনন্য
• সোনা ও হীরার আংটি ব্যবহার করতে পারেন পছন্দ ও সাধ্য অনুযায়ী।
প্রতিটি শপিংমল ও অনলাইনে পেয়ে যাবেন ফ্যাশনেবল সাশ্রয়ী আংটিগুলো। দাম শুরু মাত্র ৫০ টাকা থেকে...
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এসআইএস