ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কোন তিলে কী হয়!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
কোন তিলে কী হয়! সংগৃহীত ছবি

শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট কালো তিল আমাদের সৌন্দর্য বাড়িয়ে দেয়। এই বিউটি স্পট বা ছোট তিলগুলো কোথায় থাকলে কী হয়, এমন অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে ভারতীয় উপমহাদেশীয় পণ্ডিতদের কাছে ও জ্যোতিষদের গবেষণায়।

আসুন আমরাও জানার চেষ্টা করি:

•    খনার বচনে বলা হয়, পুরুষের শরীরে ডান দিকে ও মেয়েদের শরীরে বাঁ দিকে তিল থাকা শুভ
•    কোনো ব্যক্তির শরীরে ১২টার কম তিল থাকা শুভ 
•    মাথার মাঝখানে তিল থাকলে তা নির্মল ভালোবাসার প্রতীক 
•    মাথার ডান দিকের তিল থাকলে ধনী ও বুদ্ধিমান হয়
•    যাদের ভ্রুতে তিল থাকে তারা প্রায়ই ভ্রমণ করেন
•    আর ডান ভ্রুতে তিল থাকলে ব্যক্তির দাম্পত্য জীবন সুখী হয়
•    ডান চোখের মণিতে তিল থাকলে বিচার-বুদ্ধি ভালো থাকে
•    চোখের ডান পাতায় যাদের তিল থাকে তারা বেশি সংবেদনশীল
•    মুখমণ্ডলের আশপাশের তিল তাদের সুখী ও ভদ্র হওয়ার সঙ্কেত দেয়
•    যে নারীর নাকে তিল রয়েছে তারা সৌভাগ্যবতী হন
•    ঠোঁটে তিল রয়েছে মানে তাদের হৃদয়ে ভালোবাসায় ভরপুর
•    কানে তিল থাকা ব্যক্তি দীর্ঘায়ু হন
•    ডান কাঁধে তিল থাকলে সেই ব্যক্তি দৃঢ়চেতা
•    নারীর ডান দিকের বুকে তিল থাকা শুভ। এমন স্ত্রী খুব ভালো হয় 
•    ডান হাতে তিল থাকলে, তারা শক্তিশালী হন।  

শুধু ডান দিকেরগুলো উল্লেখ করা হলো, কারণ বা দিকের তিলে সবগুলোই প্রায় নেতিবাচক হিসেবে দেখানো হয়েছে। এবার দেখে নিন, কোথায় তিল রয়েছে, আর কয়টা  বৈশিষ্ট্য মিলেছে। যদিও এসব ধারণাকে অনেকেই কুসংস্কার হিসেবে দেখেন। তবে কিছু তিল কিন্তু রোগেরও লক্ষণ, বড় তিল বা অনেক বেশি তিল থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।