ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

গর্ভাবস্থায়ও ত্বক সুন্দর রাখুন

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
গর্ভাবস্থায়ও ত্বক সুন্দর রাখুন ছবি: সংগৃহীত

মা, পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ। আর মা হওয়ার মাধ্যমেই একজন নারীর জীবন পূর্ণতা পায়।

মাতৃত্বের আনন্দ সীমাহীন। তবে মা হওয়ার অনুভূতি পেতে গর্ভাবস্থার সময়গুলো পার করা সত্যিই কঠিন। গর্ভবতী মায়ের বেশিরভাগ সময়ই শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন হতে থাকে। শারীরিক এবং মানসিকভাবে পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকেও দেখা দেয় অনেক সমস্যা। আর অসুস্থ থাকার ফলে অনেকেই ঠিকমতো ত্বকের যত্ন নেন না।

গর্ভাবস্থায় মুখের ত্বক তৈলাক্ত হয়ে যায়, ফলে মুখে ব্রণ হয়, ত্বকে টান পড়ায় পেট ও পায়ের অনেক অংশ ফেটে যায়। মুখে, গলায় ও ঘাড়ে কালো দাগ হতে পারে। তাই এ সময় প্রয়োজন হয় বিশেষ যত্ন। যেহেতু শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয় আর চেহারায়ও তার ছাপ পড়ে, এজন্য গর্ভাবস্থায় থাকতে হবে সব সময় পরিপাটি, একটু গোছালোভাবে এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন।

ত্বক পরিষ্কার রাখতে প্রতিদিন ক্লিনজার ব্যবহার করুন
স্ক্রাবার দিয়ে সাতদিন পর পর ত্বক পরিষ্কার করুন
ত্বক মসৃণ রাখতে ময়শ্চারাইজার ক্রিম লাগান
পানি শরীরের দূষিত পদার্থকে বাইরে বের করে দেয়, ত্বককে পরিষ্কার রাখতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন
এ সময় ত্বক খুব সংবেদনশীল হয়, তাই বাইরে গেলে অথবা রান্না করার সময় সানস্কিন লোশন ব্যবহার করুন
গর্ভধারণের প্রথম থেকেই নিয়মিত অলিভ ওয়েল ব্যবহার করুন।
শরীর এবং মন ভালো রাখতে বাইরে ঘুরতে যান।
হালকা কিছু ব্যায়াম করুন
নিয়মিত বিশেষজ্ঞের পরামর্শ মতো চলতে হবে।

মনে রাখতে হবে, গর্ভকালীন ত্বকের এই সমস্যাগুলো কিন্তু কোনো অসুখ নয়। বাচ্চা হওয়ার পর এগুলো এমনিতেই ঠিক হয়ে যায়। সব সময় হাসি খুশি থাকুন। পরিবারের সবার সঙ্গে ভালো সময় কাটান। সুন্দর থেকে গর্ভকালীন সময়টি উপভোগ করুন।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।