ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ত্বক উজ্জ্বল হওয়ার সহজ উপায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ৪, ২০২৪
ত্বক উজ্জ্বল হওয়ার সহজ উপায় ছবি: সংগৃহীত

ত্বক উজ্জ্বল হওয়ার সুপ্ত ইচ্ছা সবার মধ্যেই আছে। এজন্য চলে নামি-দামি প্রসাধনীর ব্যবহার।

কিন্তু আশানরূপ ফল পাওয়া যায় না। কেমিক্যালযুক্ত প্রোডাক্টের ব্যবহারে উলটে ত্বকের ক্ষতি হয়। তাই আপনার জন্য রইলো ত্বক উজ্জ্বল হওয়ার ঘরোয়া কয়েকটি উপায়:

তেঁতুলের পাল্প ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখতে হবে। শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে দুই দিন এটি ব্যবহারে ভালো ফল পাবেন।

লেবু ও মধু একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মুখ ভালো করে পরিষ্কার করে মিশ্রণটি লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। মিনিট ১৫ পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে চার দিন এর ব্যবহারে ভালো ফল পাবেন।

মসুর ডাল বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভেজা মসুর ডাল বেটে একটি ঘন পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন, কেমন তাড়াতাড়ি ত্বক উজ্জ্বল হয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ০৪,২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।