ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আনারসের রেসিপি ও উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, মে ৩০, ২০১৩
আনারসের রেসিপি ও উপকারিতা

আমাদের মিডিয়া জগতের প্রিয় মুখ শারমিন লাকী। অনবদ্য উপস্থাপনা, চমৎকার আবৃত্তি দিয়ে তিনি জয় করেছেন সবার মন।

অনেকেই হয়তো জানেন না তিনি ভালো গাইতেও জানেন। আমরা অনেক সময়ই তাকে রান্নার অনুষ্ঠানগুলোতে দেখি। তিনি নিজেও ঝটপট রান্নায় পারদর্শী। আমাদের বাংলানিউজের পাঠকদের জন্য খুব সহজ আনারসের রেসিপি দিলেন জনপ্রিয় এই তারকা।

আনারসের চাটনি

উপকরণ- আনারস ২টি, চিনি ৪ কাপ, এলাচ ৩টি, দারচিনি ২-৩ টুকরা, তেজপাতা ৩টি, ৩-৫ টি শুকনা মরিচ।

প্রণালী- আনারসের খোসা ফেলে ছোট ছোট টুকরো করে নিন। এবার পাত্রে মরিচ বাদে সব উপকরণ দিয়ে চুলায় বসিয়ে দিন। কিছুক্ষণ পর পর নাড়তে থাকুন। আনারসের পানি শুকিয়ে চিনি মিলে গেলে মরিচগুলো দিয়ে দিন। বেশ চকচকে রং হলে নামিয়ে নিন।

আনারসের জুস

উপকরণ-আনারস অর্ধেকটা, বিট লবণ ১/৪ চা চামচ, চিনি ১ চা চামচ, গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, পানি ও বরফ কুঁচি পরিমাণমতো।

প্রণালী-আনারসের অর্ধেকটা কুড়িয়ে নিন। বিট লবণ, চিনি ও গোল মরিচের গুঁড়ো পানিতে মিশিয়ে আনারস দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। তারপর সুন্দর গ্লাসে ঢেলে বরফ কুঁচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

anaroshdআনারসের গুণ:

সিজনাল জ্বর হলে আমরা সবাই ডাক্তার হয়ে যাই। আর ওষুধও একটাই, আনারস খেলেই এই জ্বর ভালো হয়ে যায়। একথা সবাই জানি। তবে এর বাইরেও আনারসের রয়েছে অনেক উপকারিতা।

আনারসে একধরনের অ্যানজাইম থাকে, যা ব্যথা নাশক হিসেবে কাজ করে। যার জন্য সর্দি-কাশি, গলাব্যথায় আনারস এক মোক্ষম অস্ত্র।

আনারসে প্রচুর পরিমাণে প্রোটিন ও খনিজ উপাদান থাকে, যা পাকস্থলীর বিভিন্ন ইনফেকশন দূর করতে সাহায্য করে

আনারস ভিটামিন `সি`-এর অন্যতম উৎস। এটি আমাদের শরীরের এনার্জি বাড়ায়।

খাবার হজম হয় খুব সহজে। এছাড়াও ক্যানসারের মতো ঘাতক ব্যাধির বিরুদ্ধেও শক্তিশালী প্রতিষেধক হিসেবে কাজ করে আনারস।

লেখা ও মতামতের জন্য লাইফস্টাইল ডেস্ক মেইল: lifestyle.bn24@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।