ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সেলিম আল দীন জন্মোৎসব

তোফাজ্জল লিটন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০

১৮ আগস্ট  নাট্যকার নাট্যাচার্য সেলিম আল দীনের ৬১তম জন্মদিন। এ উপলক্ষে স্বপ্নদল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে  ‘সেলিম আল দীন জন্মোৎসব ২০১০’।

রাজধানীর শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে  চারদিনব্যাপী এ উৎসব শুরু হবে ১৮ আগস্ট বুধবার আর শেষ হবে ২১ আগস্ট শনিবার।

‘প্রাচ্যমঞ্চের পার্থ হে তুমি, পুণ্যশ্লোক সেলিম আল দীন’ -এ সেøাগানের উৎসবে প্রতিদিন মঞ্চায়ন হবে সেলিম আল দীনের নাটক। থাকবে তাঁর জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা এবং  সেমিনার। এছাড়া থাকবে পোস্টার, আলোকচিত্র, পুস্তক ও ভিডিওচিত্র  প্রদর্শনী।   নাট্যাচার্যকে নিয়ে লেখা উৎসব-সঙ্গীত পরিবেশিত হবে প্রতিদিন।

উৎসবের প্রথম দিন ১৮ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৪টায় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করবেন সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা। থাকবে  ‘সেলিম আল দীনের জীবন ও শিল্পকর্ম’ নিয়ে আলোচনা সভা। রামেন্দু মজুমদারের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেবেন  কামাল লোহানী, এস এম মহসিন, নাসির উদ্দিন ইউসুফ, লিয়াকত আলী লাকী ও  গোলাম সারোয়ার। সন্ধ্যা সাড়ে সাতটায় সেলিম আল দীনের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা অবলম্বনে নাটক ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ মঞ্চস্থ হবে। এর নাট্যরূপ দিয়েছেন ড. জাহারাবী রিপন, নির্দেশনা দিয়েছেন  সামাদ ভূঞা ও রওনক লাবণী। প্রযোজনা স্বপ্নদল।


দ্বিতীয় দিন  ১৯ আগস্ট  বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হবে সেলিম আল দীনের নাটক ‘পুত্র’।   নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ জসিম উদ্দিন। প্রযোজনা  বাংলাদেশ শিল্পকলা একাডেমী।
 
তৃতীয় দিন  ২০ আগস্ট  শুক্রবার বিকেল তিনটায় থাকবে ‘সেলিম আর দীনের নাটক: মুক্তিযুদ্ধ ও প্রতিবাদী চেতনার কথাচিত্র’ শিরোনামের সেমিনার। প্রবন্ধ উপস্থাপন করবেন  ড. জাহারাবী রিপন। মূল আলোচক থাকবেন নাসির উদ্দিন ইউসুফ। সন্ধ্যা সাড়ে সাতটায় নাটক থাকবে স্বপ্নদলের ‘হরগজ’। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

উৎসবের শেষ দিন ২১ আগস্ট শনিবার মঞ্চস্থ হবে ‘নিমজ্জন’।   নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দিন ইউসুফ। প্রযোজনা ঢাকা থিয়েটার। উৎসব সমাপনী বক্তব্য রাখবেন  মঞ্চকুসুম শিমূল ইউসুফ।

বাংলাদেশ স্থানীয় সময় ০০১৫, আগস্ট ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।