জরিমানা হলো রবার্ট ডি নিরো দম্পতির। এখন হলিউডের এই খ্যাতিমান পরিচালককে গুনতে হবে ৩০ হাজার ডলার।
অভিযোগ উঠেছে, রবার্ট ডি নিরো ও তার স্ত্রী গ্রেস হাইটওয়ার তাদের ১২ বছরের ছেলে এলিয়টের জন্য যে পরিচারিকা রেখেছিলেন, তাকে কোনো পারিশ্রমিক ছাড়াই ৭৫০ ঘণ্টারও বেশি ওভারটাইম করতে বাধ্য করেন।
জরিমানার এই রায় দিয়েছে নিউ ইয়র্কের ম্যানহাটন সুপ্রিম কোর্ট।
অ্যালেক্সিস ব্যারি নামের এই পরিচারিকাকে নিরো দম্পতি ২০০৬ সালে নিয়োগ দিয়েছিলেন ঘণ্টাপ্রতি ৩১ ডলারের বেশি পারশ্রমিকে। আর ওভারটাইম করলে ঘণ্টাপ্রতি দেওয়ার কথা ৪৭ ডলার।
কিন্তু ২০০৭ যখন ব্যারি চাকরি ছাড়ার কথা বলেন তখন নিরো দম্পতি তাকে চাকরিচ্যুত করেন ওভারটাইমের টাকা না দিয়েই। তাই আদালতের আশ্রয় নেন তিনি।
সূত্র : কন্টাক্টমিউজিকডটকম
বাংলাদেশ সময় ১৪৫০, জানুয়ারি ২৩, ২০১১