ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ধারাবাহিক নাটকে নায়করাজ রাজ্জাক

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

বড়পর্দায় নায়ক হিসেবে অভিষেকের আগে নায়করাজ রাজ্জাক কয়েকটি টিভিনাটকে ছোটখাট চরিত্রে অভিনয় করেছেন। বছর দুয়েক আগে একটি টেলিফিল্ম  নির্মাণের মাধ্যমে আবার তিনি ছোটপর্দায় যুক্ত হন।

নায়করাজের পরিচালনায় এবার নির্মিত হচ্ছে ‘বাকির খাতা শূন্য থাক’ নামের একটি ধারাবাহিক নাটক। শুধু তাই নয়, ধারাবাহিকটির একটি বিশেষ চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যাবে।

বড়পর্দায় এখনো নিয়মিত অভিনয় চালিয়ে গেলেও টিভিনাটকে রাজ্জাক অভিনয় করছেন দীর্ঘ বছর পরে।
এ সম্পর্কে তিনি বাংলানিউজকে বলেন, মঞ্চনাটকে অভিনয় দিয়েই আমার শিল্পীজীবন শুরু। ঢাকায় আসার পর টেলিভিশনেও দু-চারটা নাটকে টুকটাক অভিনয় করেছি। এরপর জড়ালাম চলচ্চিত্রে। পঞ্চাশটা বছর কেটে গেলো চলচ্চিত্রে। এখন চলচ্চিত্রের অবস্থা খুব একটা ভালো নয়, তাই টেলিভিশনে কিছুটা সময় দেবো বলে ঠিক করেছি। ইচ্ছে ছিল শুধু পরিচালনাতেই থাকার। কিন্তু আমার সহ-পরিচালক চন্দন চৌধুরীর অনুরোধ রাখতে গিয়েই একটা বিশেষ চরিত্রে অভিনয় করা।

গ্রামীণ পটভূমিতে গড়ে ওঠা ধারাবাহিক নাটক ‘বাকির খাতা শূন্য থাক’ রচনা করেছেন ইসহাক খান। নায়করাজ রাজ্জাকের সঙ্গে ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করছেন চন্দন চৌধুরী।   এতে বিভিন্ন চরিত্রি অভিনয় করছেন, ডলি জহুর, ফজলুর রহমান বাবু, বিদ্যা সিনহা মিম, তাহসিন, জাহিদ হাসান শোভন, সিদ্দিকুর রহমান এবং অনেকে।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নায়করাজ রাজ্জাক স্ত্রী চিকিৎসার জন্য কলকাতা থাকবেন। দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝিতে ঢাকায় ফিরে তিনি ধারাবাহিকটির কাজ শুরু করতে চান।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫৩০, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।