বলিউডের প্রত্যেক খানই দোর্দ- প্রতাপের সাথে আছেন এ কথা সবার জানা। এ কথাও অজনা নয় যে, প্রধান তিন খানের সম্পর্কখুব একটা ভালো নয়।
সালমান খান ১৯৮৮ সালে ‘মেনে পেয়ার কিয়া’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। শাররুখ খান আসেন ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে। প্রথম দিকে তারা একজন আরেকজনকে ভাই বলে ডাকতেন। ‘গত এক দশকে আমরা কখনই বন্ধু ছিলাম না’, বলেন সালমান। ‘আমি এবং সালমান কথা বলি না কথাটি সম্পূর্ণ সত্য’ বলেন শাহরুখ।
কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান বলেন, ‘শাহরুখ খান আমার ভাইয়ের মতো ছিল কিন্তু সে আমাকে স্যার বলে ডাকতেই অভ্যস্ত ছিল, বিশেষ করে তার পরিশ্রম করে উত্থানের সময়গুলোতে। ’
সালমান পরে আরো যোগ করেন, ‘আমি শাহরুখ খানকে দেখেছি কাজের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে। কিন্তু এখন সে অন্যরকম মানুষে রূপান্তর হয়েছে’। তিনি আরো বলেন, ‘একমাত্র স্রষ্টা এসে আমাদের আবার বন্ধুত্ব করিয়ে দিতে পারেন, কিন্তু এটা কোনও দিন ঘটবে বলে মনে হয় না। ’
তবে এ বিষয়ে শাহরুখ বেশ নমনীয়। তিনি ‘কফি উইথ করন’-এ বলেন,‘ যদি সালমান কোনো কারণে আমার ওপর রেগে থাকেন, তবে এর শতভাগ দোষ আমার।
এ দুই তারকা একসাথে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। এর মধ্যে আছে ‘করণ অর্জুন’,‘কুচ কুচ হোতা হায়’,‘হার দিল জো পেয়ার করেগা’ এবং ‘হাম তোমহারা হাইন সানাম’।
ক্যাটরিনা কাইফের ২০০৮ সালের জন্মদিনে এ দুই তারকার বাগবিতণ্ডা এমন পর্যায়ে যায়, যাকে ঝগড়াই বলা যায়। সেই থেকে অনেকটা মুখ দেখাদেখি বন্ধ।
বাংলাদেশ সময় ১৯১৫, জানুয়ারি ২৯, ২০১১