ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ডিরেক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস পেল ‘দ্য কিংস স্পিচ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

ব্রিটিশ ছবি ‘দ্য কিংস স্পিচ’ এবার পেল এ বছরের ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডস। ছবিটি পরিচালনার জন্য টম হুপারকে দেওয়া হলো এই বিশেষ পুরস্কার।



এ বছরের অস্কার ১২টি মনোনয়ন পাওয়া এই ছবিটি ব্রিটিশরাজ ষষ্ঠ জর্জের রাজনৈতিক জীবনকে নাটকীয়ভাবে তুলে ধরেছে। ১৯৩৬ সালে সিংহাসনে আরোহণের পর থেকে তিনি ১৯৫২ সাল পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের অধিপতি ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

পুরস্কার নেওয়ার সময় হুপার তার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘মা একটি গল্প পড়তে গিয়ে এই ঘটনাটি জানতে পারেন এবং পরে আমাকে জানান। সেই গল্পের ওপর ভিত্তি করেই আমি এই ছবিটি বানিয়েছি। ’

হুপার ছবিটির চিত্রনাট্যকার ডেভিড সিডলারের প্রতিও শ্রদ্ধা জানান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সিডরার অনেক ছোট ছিলেন, তবে তিনি রেডিওতে শোনা ষষ্ঠ জর্জের ভাষণের কথা মনে রেখেছেন।

এই আসরে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে অর্থনৈতিক মন্দা সৃষ্টির পেছনের মানুষগুলোও ওপর তৈরির ছবি ‘ইনসাইড জব’।

বাংলাদেশ সময় ০০১৫, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।