ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বিয়ের পিঁড়িতে নিরব ও সারিকা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

যা রটে তা যে বটে হয়, তারই প্রমাণ হিসেবে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন নিরব ও সারিকা। চলতি বছর নভেম্বরের ১১ তারিখ তারা বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বলে জানা গেছে।



চলচ্চিত্রের নবীন নায়ক ও মডেল নিরবের সঙ্গে একটা ফ্যাশন হাউজের ফটোশ্যুটে পরিচয় হয়েছিল এইসময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী সারিকার। তাদের একসঙ্গে জুটি বেঁধে মডেলিং করতে দেখা যায় বিভিন্ন ফ্যাশন হাউজের বিজ্ঞাপনে। ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। তাদের দুজনের সম্পর্কে যে প্রেমের দিকে গড়িয়েছে, এই গুঞ্জন মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি বরাবরই অস্বীকার করে গেছেন নিরব ও সারিকা। দুজনই বলেছেন, কাজের সম্পর্কের বাইরে আমরা একেঅন্যের ভালো বন্ধু। এর বেশি কিছু নয়।

সম্প্রতি দুই পরিবারের সম্মতিতে নিরব ও সারিকার বিয়ের দিন ধার্য্য করা হয়েছে। বছরের এক্সকুসিভ দিন ১১/১১/১১-তে তারা বিয়ের পিঁড়িতে বসছেন বলে জানিয়েছে তাদের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বিয়ের এই দিন-ক্ষণ নিরব ও সারিকা গোপন রাখতে চেয়েছিলেন। এ সম্পর্কে জানতে চাইলে দুজনই বিষয়টি এড়িয়ে যান। কিন্তু মিডিয়ায় নিরব ও সারিকার বন্ধু আর ঘনিষ্ঠজন সবাই এই বিয়ের দিন-ক্ষণ ঠিক হওয়ার ঘটনাটি জানেন।

বাংলাদেশ সময় ১৮১৫, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।