দীর্ঘ আট বছর পর আবারও পথনাটক প্রযোজনা করছে ঢাকা থিয়েটার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে লেখা নতুন এই নাটকটির নাম ‘জিয়ন্তকাল’।
অভিনয় করেছেন, রতন, রাজিব, রফিক, ফরিদ, হাসনাত, তমা, লতা, অনিক, দেব, আশা, সৌজন্য প্রমুখ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন চন্দন চৌধুরী।
‘জিয়ন্তকাল’ ঢাকা থিয়েটারের ৩৪তম প্রযোজনা।
১৮ ফেব্র“য়ারি শুক্রবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নাটকটির প্রথম প্রদর্শনী হবে। ২০ ফেব্রুয়ারি রোববার ধানমণ্ডির রবীন্দ্রসরোবরের মুক্তমঞ্চে হবে দ্বিতীয় প্রদর্শনী।
নাটকটি সম্পর্কে
মুক্তিযুদ্ধের প্রায় ৪০ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত বিচার হয়নি রাজাকার, আলবদর ও যুদ্ধাপরাধীদের। বর্তমান প্রজন্মের একটি বড় অংশই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস-প্রশ্নে নানা বিভাজনের শিকার। তাদের কাছে পৌঁছেনি সেই রক্তাক্তকালের কথকতা। ‘জিয়ন্তকাল’-এ আমাদের সেই শোণিতগাথারই কয়েকটি গল্প তুলে ধরা হয়েছে। এর মধ্য দিয়ে দর্শক পূর্বসূরিদের আত্মত্যাগ ও যন্ত্রণার খণ্ডচিত্র দেখতে পাবেন। নাট্যের অন্তিমে আত্মত্যাগকারী শহীদ মুক্তিযোদ্ধাদের ছায়াশরীরের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ সময় ০০৩৫, ফেব্রুয়ারি ২০১১