ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

অমর একুশের নানা আয়োজন

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি। দিনটি উদযাপনে দেশজুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি।

সারা দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান।

কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি রাষ্ট্রপতি জিল্লুর রহমানের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হচ্ছে একুশের কার্যক্রম। বিটিভিসহ দেশের টিভি চ্যানেলগুলো ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একুশের প্রথম প্রহরের অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার করবে।

রাত ১১টা ৪৫ মিনিটে বিটিভিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মহান ভাষা আন্দোলনে অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ কার্যক্রম প্রচার শুরু হবে, রাত ২টা পর্যন্ত তা চলবে। একই সময় স্যাটেলাইট চ্যানেলগুলোতেও এই কার্যক্রম সরাসরি প্রচার হবে। কয়েক ঘণ্টা বিরতির পর আবার ভোর ৫টা থেকে টানা ৫ ঘণ্টা সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনও সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

বাংলা একাডেমী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পথনাটক পরিষদ, আবৃত্তি সমন্বয় পরিষদ, ছায়ানট, দোয়েল, ঋষিজ শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অমর একুশে বইমেলার মঞ্চে বাংলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হবে একুশের বিশেষ অনুষ্ঠানমালা। এতে থাকছে কবিতা পাঠ, গণসঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশনা।

ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সপ্তাহব্যাপী একুশের অনুষ্ঠানমালার সমাপনী দিনে থাকছে আলোচনা সভা, গণসঙ্গীত, নৃত্যালেখ্য ও বিভিন্ন নাট্যদলের নির্বাচিত নাট্যাংশের অভিনয়।

সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে বিভিন্ন নাট্যদল পরিবেশন করবে পথনাটক। চারুকলা ইন্সটিটিউটের বকুলতলায় আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে বিভিন্ন আবৃত্তি সংগঠন পরিবেশন করবে একুশের পঙ্ক্তিমালা। রাজধানীর বাহাদুর শাহ পার্কে দোয়েল সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে বিকেলে অনুষ্ঠিত হবে গণসঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঋষিজ শিল্পী গোষ্ঠী রাজধানী বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ মঞ্চে পরিবেশন করছে একুশের গান ও গণসঙ্গীত।

অমর একুশে উপলক্ষে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী ‘বর্ণমেলা’।   এতে থাকছে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাংলা বর্ণমালার বিবর্তন নিয়ে প্রদর্শনী, একুশের পোশাক প্রদর্শনী। বর্ণমেলার মূল মঞ্চে থাকছে পাপেট ও মাপেট শো, সিসিমপুর, মূকাভিনয়, পুতুল খেলা, জাদু প্রদর্শনীসহ নানা আয়োজন। এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, বুলবুল ইসলাম, শারমিন সাথী ইসলাম ও অদিতি মহসিন।  

দেশের সব টিভি চ্যানেলই মহান মাতৃভাষা দিবস উপলক্ষে প্রচার করছে বিশেষ অনুষ্ঠান।   এর মধ্যে থাকছে আলোচনা, সঙ্গীতানুষ্ঠান ও একুশের বিশেষ নাটক।  

বাংলাদেশ সময় ১৬২৫, ফেব্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।