ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সত্যেন সেন গণসঙ্গীত উৎসব শুরু হচ্ছে ২৭ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

ঢাকা: আগামী ২৮ মার্চ উদীচীর প্রতিষ্ঠাতা শিল্পী সত্যেন সেন’র ১০৩তম জন্মাদিন উপলক্ষে সংগঠনটি তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে সত্যেন সেন গণসঙ্গীত উৎসব।

দুই দিন ব্যাপি এই উৎসব শুরু হবে ২৭ মার্চ।



এছাড়া সংগঠনটির ঢাকা মহানগর সংসদ উৎসব উপলক্ষে দেশব্যাপি বিভাগ, জেলা এবং জাতীয় পর্যায়ে আয়োজন করেছে গণসঙ্গীত প্রতিযোগিতার।

এবারের প্রতিযোগিতায় এককভাবে বয়স অনুসারে দু’টি বিভাগ রাখার পাশাপাশি দলীয় গণসঙ্গীত প্রতিযোগিতার বিষয়টি অন্তুর্ভূক্ত করা হয়েছে।

ঢাকা জেলার প্রতিযোগিতা আগামী ২৫ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদর বিকেল ৩টার পর উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে (১৪/২ তোপখানা রোড) যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফের্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।