ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

জমকালো ট্রাই-নেশন বিগ শো

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

বিশ্বকাপ ক্রিকেটের আনন্দে ভাসছে সারা দেশ। এই আনন্দ-আমেজে ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্বাগতিক তিন দেশের তারকাশিল্পীদের পরিবেশনায় জমকালো কনসার্ট ‘ট্রাই-নেশন বিগ শো’।

এটিএন ইভেন্টের আয়োজনে বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার তারকাশিল্পীরা এই ত্রিদেশীয় কনসার্টে পারফর্ম করবেন।

বাংলাদেশে অনুষ্ঠিত এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল ও দৃষ্টিনন্দন উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘ট্রাই-নেশন বিগ শো’-কে আরো আকর্ষণীয় করতে গ্রহণ করা হয়েছে নানা পরিকল্পনা।   এই কনসার্টে অংশ নিতে বলিউড থেকে আসছেন সালমান খান, অয় কুমার, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অরোরা, প্রিতম, শান এবং তাদের বাদ্যযন্ত্রী ও কলাকুশলী মিলিয়ে অর্ধশতাধিক সদস্যের একটি দল।

এই দলের সিংহভাগ সদস্য ঢাকায় আসছেন ২২ ফেব্রুয়ারি। কনসার্টের আগের দিন ২৩ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকায় পা রাখবেন সালমান খান, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া এবং মালাইকা অরোরা। তারা উঠবেন রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে। কনসার্টের দিন সকালে বলিউড তারকারা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মঞ্চে ঘণ্টা দুয়েক রিহের্সাল করবেন। সন্ধ্যায় তারা পারফর্ম করবেন। বলিউডের শিল্পীরাই ত্রিদেশীয় এই কনসার্টের মূল আকর্ষণ।

জমকালো এ কনসার্টের শুরুতে থাকছে দেশের শিল্পীদের পরিবেশনা। রাসেল আশেকীর লেখা আর ফুয়াদের সঙ্গীত পরিচালনায় ‘পৃথিবী দেখুক আমরাও পারি, আমাদের শক্তি অশেষ, এগিয়ে যাও বাংলাদেশ’ শীর্ষক থিম সং দিয়ে শুরু হবে কনসার্ট। এতে কণ্ঠ দিচ্ছেন সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, শাকিলা জাফর, রিজিয়া পারভীন, শুভ্রদেবসহ আরও অনেকে।

কনসার্টে লোকসঙ্গীত নিয়ে অংশ নিচ্ছেন কিরণচন্দ্র রায়, ফরিদা পারভীন, মমতাজ, চন্দনা মজুমদার, কালা মিয়া, ফকির শাহবুদ্দিনসহ ১১ জন শিল্পী। আরো থাকছে বিভিন্ন ব্যান্ডের পরিবেশনা।

বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান চলচ্চিত্রের পাঁচ নায়িকাকে নিয়ে পারফর্ম করবেন। তার বিপরীতে থাকছেন পূর্ণিমা, অপু বিশ্বাস, বিন্দু, মিম  ও শখ। শ্রীলংকার জনপ্রিয় একাধিক শিল্পীসহ একটি ব্যান্ড এই কনসার্টে পারফর্ম করবে।

বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এ কনসার্টটি সরাসরি সম্প্রচার করা হবে এটিএনবাংলা ও বৈশাখী টেলিভিশনে।

ত্রিদেশীয় এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ফাস্টফুড শপ হেলভিশিয়াসহ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন অভিজাত হোটেলে। টিকিটের মূল্য ২৫ হাজার টাকা (গোল্ড), ১০ হাজার টাকা (সিলভার), সাড়ে ৩ হাজার টাকা (ব্রোঞ্জ) এবং ২ হাজার (গ্যালারি) টাকা।

ট্রাইনেশন বিগ শো কনসার্ট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পরদিন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা ও অন্যান্য কারণে বিসিবির পরামর্শে তা ২৪ ফেব্রুয়ারি নিয়ে যাওয়া হয়। ট্রাইনেশন বিগ শোর টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে ডেসটিনি গ্রুপ। এছাড়া স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ওয়ালটন, সজীব গ্রুপ ও ম্যাবকো গ্রুপ।

বাংলাদেশ সময় ১৯১১, ফেব্রুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।