ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মিউজিক ফর দ্য উইমেন

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মার্চ ১, ২০১১

আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ। নারীর অধিকার আর মর্যাদা সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে মার্চের প্রথম দিন থেকেই অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন কার্যক্রম।

তারই অংশ হিসেবে ০১ মার্চ মঙ্গলবার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো ‘মিউজিক ফর দ্য উইমেন’ কনসার্ট।

বিশ্ব নারী দিবস সামনে রেখে ইয়ুথ উইম্যান খ্রিশ্চিয়ান এসোসিয়েশন (ওয়াইডাব্লিউসিএ) ও আয়শা মেমোরিয়াল হাসপাতালের যৌথ আয়োজনে শুধু মহিলাদের জন্য অনুষ্ঠিত হয়েছে ‘মিউজিক ফর দ্য উইমেন’ কনসার্ট। অনুষ্ঠানটি দেখতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নামে বিভিন্ন বয়সের নারীদের ঢল।

রবির পৃষ্ঠপোষকতায় এই কনসার্টের মিডিয়া পার্টনার বাংলাভিশন। এলআরবি, দলছুট, লালন, মিলা, হৃদয় খান ও কোজআপ তারকা বন্দনার পরিবেশনায় সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই কনসার্ট।

কনসার্ট থেকে আয়কৃত অর্থ অশ্রুকণা ক্যান্সার সাপোর্ট ইউনিটে দান করা হবে।  

বাংলাদেশ সময় ১৯০৫, মার্চ ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।