ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি হাসপাতালে

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মে ১৬, ২০১১

ছোটপর্দার এই সময়ের সুপরিচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি টাইফয়েডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত প্রায় একমাস ধরে তিনি টাইফয়েডে আক্রান্ত।

অবস্থার অবনতি হলে গত সপ্তাহে ঢাকার উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হন। বর্তমানে জ্যোতিকা জ্যোতি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

টিভিনাটকের শুটিং নিয়ে গত কয়েক মাস যাবত ভীষণ ব্যস্ত সময় পার করছিলেন জ্যোতিকা জ্যোতি। মাসখানেক আগে সাধারণ জ্বর ভেবে শারীরিক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব দেন নি। জ্বর নিয়েই নাটকের শুটিংয়ে ছুটেছেন ঢাকা ও ঢাকার বাইরে। কিন্তু কয়েকদিনের মধ্যেই অস্বাভাবিক দুর্বল হয়ে পড়েন জ্যোতি। জ্বরের তীব্রতা বেড়ে যায়। বাধ্য হয়ে তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার মারাত্মক টাইফয়েড ধরা পড়ে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এস এম রোকনুজ্জামানের তত্ত্ববধানে তার চিকিৎসা চলছে।

নিজের অসুস্থতার কথা জানিয়ে বাংলানিউজকে জ্যোতিকা জ্যোতি বলেন, শুরুতে চিকিৎসা নিলে অবস্থা এতোটা জটিল হতো না। তবে এখন আগের চেয়ে খানিকটা ভালো। সবার কাছে দোয়া চাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। জ্যোতিকা জ্যোতি জানালেন, সুস্থ হয়ে বাসা ফেরার পরও ডাক্তারের পরামর্শানুযায়ী তাকে কমপক্ষে সপ্তাহখানেক পূর্ণ বিশ্রামে থাকতে হবে। সুস্থ হয়ে উঠার পর জ্যোতি অভিনয় করবেন অহিদুজ্জামান ডায়মন্ডের নির্দেশনায় একটি টেলিফিল্মে।

বর্তমানে জ্যোতিকা জ্যোতি এটিএন বাংলায় প্রচারিত জাহিদ হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘হাতের রেখা কথা বলে’ ও নরেশ ভূঁইয়ার পরিচালনায় ধারাবাহিক নাটক ‘নিথূয়া পাথারে’ অভিনয় করছেন। একুশে টেলিভিশনে প্রচার হওয়া আলভী আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘পুতুল নাচের ইতিকথা’ ও কায়সার আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘অহংকার’ -এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জ্যোতিকা জ্যোতি। এছাড়াও মাতিয়া বানুর শুকুর পরিচালনায় বৈশাখী টেলিভিশনে প্রচার হওয়া ‘ও চাঁদ’ ধারাবাহিকেও তিনি অভিনয় করছেন।

বাংলাদেশ সময় ১৭০৫, মে ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।