ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আজীবন সম্মাননা পাচ্ছেন ড. রফিকুল ইসলাম ও মুস্তাফা জামান আব্বাসী

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মে ২৪, ২০১১

গত পাঁচ বছরের ধারাবাহিকতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মজয়ন্তী উপলক্ষে এবারও চ্যানেল আই আয়োজন করেছে ‘নজরুলমেলা’। ।

চ্যানেল আইয়ের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল অপারেটর রবি। ২৫ মে বুধবার দিনব্যাপি এই মেলায় নজরুল গবেষণায়  ড. রফিকুল ইসলাম ও নজরুল সঙ্গীত সাধনায় মুস্তাফা জামান আব্বাসীকে প্রদান করা হবে আজীবন সম্মাননা ।

নজরুলমেলা সামনে রেখে ২৪ মে মঙ্গলবার চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নজরুলমেলা’র বিভিন্ন দিক তুলে ধরেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং রবির এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এবারের নজরুল মেলার আহ্বায়ক কবি আসাদ চৌধুরী এবং সমন্বয়ক ইমদাদুল হক মিলন।

২৫ মে সকাল ১১টা ১০ মিনিটে চ্যানেল আইয়ের তেজগাঁও ভবন চত্বরে মেলার উদ্বোধন করবেন নজরুল গবেষক-সাধক, লেখক-সাহিত্যিক, বরেণ্য চিত্রশিল্পী, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা। এসময় আজীবন সম্মননা প্রাপ্ত নজরুল গবেষক ড. রফিকুল ইসলাম ও নজরুল সঙ্গীত সাধক মুস্তাফা জামান আব্বাসীর হাতে সম্মাননা বাবদ প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকার চেক, ক্রেস্ট, সনদপত্র এবং উত্তরীয় তুলে দেওয়া হবে। এর আগে এই সম্মাননা পেয়েছেন নজরুল সঙ্গীতশিল্পী সোহরাব হোসেন, সুধীন দাশ ও ফিরোজা বেগম।  

এবারের মেলায় থাকছে প্রায় ২০টি স্টল। এসব স্টলে প্রদর্শিত হবে নজরুল স্মৃতিচারণমূলক বিভিন্ন পণ্যসামগ্রী। আরও থাকবে প্রায় একডজন ক্ষুদ্র ও হস্ত শিল্পের স্টল। সারাদিন মেলার স্টলগুলোতে থাকবে নজরুল গ্রন্থ, নজরুলকে নিয়ে লিখিত গ্রন্থ, নজরুল চিত্রকলা ও নজরুল সঙ্গীতের রেকর্ড কাভার এর প্রদর্শনী। আরো থাকবে নজরুলের পোশাক, নজরুল সংক্রান্ত ভিডিও সিডি, নজরুল সঙ্গীতের স্টল, নজরুলের চলচ্চিত্রে স্টল, নজরুল বাড়ির রূপসজ্জা প্রভৃতি। মেলা চলাকালে নজরুল বিষয়ক ছবি আঁকবেন দেশের প্রথিতযশা চিত্রশিল্পীরা। এই ছবিগুলোর বিক্রয়কৃত অর্থ নজরুল বিষয়ক গবেষণা কাজে ব্যয় করা হবে। ছবি আঁকা পর্বে আরও অংশ নেবে ছোট্ট বন্ধুরা।

নজরুলমেলায় থাকছে দেশের সুপরিচিত বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের আকর্ষণীয় পরিবেশনা। দিনব্যাপী খোলা প্রাঙ্গণের মঞ্চে পরিবেশিত হবে একক ও দলীয় নজরুল সঙ্গীত, নজরুল নৃত্যনাট্য, কবিতা আবৃত্তি ও নজরুল বিষয়ক আলোচনা। মেলায় মঞ্চস্থ হবে নজরুল বিষয়ক একটি নৃত্যনাট্য। এছাড়া মেলায় আগত অতিথিদের সম্মানে আপ্যায়ন করা হবে কেকা ফেরদৌসীর রান্নাঘর থেকে নজরুলের প্রিয় খাবার ও পানসুপারীর পান দিয়ে। সকাল থেকে নজরুলমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

বাংলাদেশ সময় ১৭২০, মে ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।