ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সালমান খান এবার ক্রিকেটার

দিলশাদ জাহান এ্যানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মে ২৮, ২০১১

সবকিছুতেই পারদর্শী সুপার হিরো সালমান খানের নামের সঙ্গে যোগ হল আরেকটি খেতাব ‘ক্রিকেটার’। নাহ কোনো ছবিতে নয়, সত্যিই এবার ক্রিকেট খেলতে মাঠে নামছেন ‘সল্লু মিয়া’।

অবশ্য জাতীয় দল কিংবা কোনো ক্লাবে তিনি খেলছেন না। বলিউডের সিসিএল (সেলিব্রিটি ক্রিকেট লীগ)-এ খেলবেন সালমান খান। তার দলের নাম ‘মুম্বাই হিরোজ’।

আগামী ৪ জুন থেকে ১২ জুন পর্যন্ত বেঙ্গালুরু, চেন্নাই, ভিজাগ ও হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে সিসিএল। টুর্নামেন্টে মোট ৪টি দল অংশ নিবে কেন্নাডা, তামিল, তেলেগু ও মুম্বাই হিরোজ।

সালমান খানকে এ টুর্নামেন্টে দেখা যাবে মুম্বাই হিরোজের হয়ে ওপেনিংয়ে নামতে। তার সঙ্গে ওপেনিংয়ে থাকছেন আরেক হিরো সুনীল শেঠী। দলটির অধিনায়ক হিসেবে রয়েছেন সালমানেরই ভাই সোহেল খান। এই দলে আরো আছেন রিতেশ দেশমুখ ,আফতাব শিভদাসানী, সনু সোদ, ভরুন বাদলা, অঙ্গাদ বেদী, আশীষ চৌধুরী, ভার্টসাল শেঠ ও কবির সদানন্দ।

টুর্নামেন্ট নিজদলের প্রস্তুতি প্রসঙ্গে সোহেল খান বলেন, ভারতের দুটির গর্বের জিনিষ হলো বলিউড আর ক্রিকেট। দুটোকে একসুতায় গাঁথার জন্যই মূলত এই টুর্নামেন্টের আয়োজন। এতে দর্শকদের আমরা অঢেল আনন্দ দিতে পারব বলে আশা রাখি। প্রায় তিন মাস ধরে মুম্বাই হিরোজের খেলোয়াড়রা প্র্যাকটিস করছে, যাতে আমাদের খেলা দেখে সবাই বলে, ওরা ভালো খেলতেও পারে।

টুর্নামেন্টের অন্য তিনটি দলের নের্তৃত্বেও থাকছেন অভিনেতারাই। কেন্নাডা, তামিল ও তেলেগু দলের অধিনায়ক হিসেবে রয়েছেন যথাক্রমে সুদিপ, সুরিয়া ও ভিক্টোরি।

বাংলাদেশ সময় ১৮৫০,  মে ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।