ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কোয়ার্টার ফাইনালে ক্যাম্পাস পার্লামেন্ট

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুন ১২, ২০১১

আজকের তারুণ্যই আগামী দিনে দেশকে নের্তৃত্ব দিবে। তরুণপ্রজন্মের মধ্যে তাই দেশ, রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয়ে সচেতনতা গড়ে ওঠা জরুরী।

এরকম বিভিন্ন ইস্যু নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘ইউনিভার্সিটি ক্যাম্পাস পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা’। দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে।

‘দেশের সার্বিক উন্নয়নে দরকার প্রধান দু দলের মধ্যে রাজনৈতিক ঐক্য। এ ঐক্য প্রতিষ্ঠিত না হলে দেশের উন্নয়ন কার্যক্রম শুধু পিছিয়ে পড়বে না একই সাথে উন্নততরো রাজনৈতিক সংস্কৃতিও গড়ে উঠবে না। রাজনৈতিক অনৈক্যের কারণে দেশ কেবলই পিছিয়ে পড়ছে। রাজনীতিবিদদেরই দায়িত্ব নিয়ে এই বিষয়ের অবসান ঘটাতে হবে। ’ শনিবার পান্থপথস্থ বসুন্ধরা সিটিতে এটিএন বাংলার প্রচার চলতি ক্যামব্রিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাস পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল-এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

উদ্বোধনী দিনের প্রথম প্রতিযোগিতায় বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচন ইস্যু নিয়ে দেশের বিশিষ্ট দুই প্রবীন পার্লামেন্টারিয়ান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি অতিথি আলোচক হিসেবে উপস্থিত থাকেন। দ্বিতীয় প্রতিযোগিতার মমতার জয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক বিষয়ে  বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব) এএসএম হান্নান শাহ ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বক্তব্য প্রদান করেন। ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

প্রতিযোগিতা দুটিতে যথাক্রমে প্রাইম ইউনিভার্সিটি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্র্সিটি কে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। ২৪ জুন সকাল ১১টা ১০ মিনিট থেকে এটিএন বাংলায় ক্যামব্রিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাস পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল-এর সম্প্রচার শুরু হবে।

দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গত বছরের ডিসেম্বরে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনাল শেষে গ্রান্ড ফাইনালের মধ্যদিয়ে চ্যাম্পিয়ন ও রানার আপ দলসহ শ্রেষ্ঠ তার্কিক নির্বাচন করা হবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলসহ শেষ্ঠবক্তাদের জন্য নগদ অর্থ ও ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হবে।

বাংলাদেশ সময় ১৭৫০, জুন ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।