ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

নির্যাতিত রুমানার উৎসর্গে ‘লাল জমিন’-এর মঞ্চায়ন

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুন ১৬, ২০১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুমানা মনজুরের উপর তার স্বামীর পাশবিক নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে অগণিত মানুষের প্রতিবাদের সাথে সংহতি প্রকাশ করে রিপার্টরি থিয়েটার ‘শুন্যন’ ১৭ জুলাই শুক্রবার সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে মঞ্চস্থ করতে যাচ্ছে ‘লাল জমিন’ নাটকটি। নাটকটি মঞ্চায়নের আগে রুমানা মনজুরের উপর পাশবিক নির্যাতনের উপর প্রতিবাদ ভাষ্য তুলে ধরবেন তার সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা যুবাইদা নাসরিন।



চলতি বছরের মার্চ মাসে মোমেনা চৌধুরী ও আরও কয়েকজন মিলে গড়ে তুললেন রিপার্টরি থিয়েটার ‘শুন্যন’। এই শূন্যনেরই প্রথম প্রযোজনা ‘লাল জমিন’। এর গল্প রচনা করেছেন মান্নান হীরা। এটি নির্দেশনা দিচ্ছেন সুদীপ চক্রবর্তী। নাটকটিতে একক অভিনয় করছেন মোমেনা চৌধুরী। নাটকটির গল্প সম্পর্কে মোমেনা চৌধুরী বলেন, ১৩ ডিঙ্গিয়ে ১৪ বছরের ছুঁই ছুঁই কিশোরী কন্যার গল্প লাল জমিন। মহান মুক্তিযুদ্ধে নানান বয়সের মানুষ নানাভাবে মুক্তিযুদ্ধ করেছেন। কেউবো যুদ্ধের মধ্যদিয়ে শহীদ হয়েছেন। আর  যারা আজও সেই গৌরব নিয়ে বেঁচে আছেন তারা কেমন আছেন। ১৪ বছরের কিশোরীর দুচোখ জুড়ে মানিক বিলে আটক লাল পদ্মের জন্য প্রেম। তেমনি এক কিশোরী তার কৈশোরে শুনে বাবা মায়ের মধ্যরাতের গুঞ্জন। শুধু দুটি শব্দ কিশোরীর মস্তকে আর মনে রয়ে যায়। মুক্তির স্বাধীনতা। ঐ বয়সে কিশোরী এক ছায়ার কাছ থেকে প্রেম পায়। সাড়া দেয় কি সে! বুঝেনা কিশোরী। বাবা যুদ্ধে চলে যায় অগোচরে। কিশোরী নানা কৌশলে যুদ্ধে যাবার আয়োজন করে। সশস্ত্র যুদ্ধ। বয়স তাকে অনুমোদন দেয়না। এবার কিশোরীর সেই ছায়া প্রেম সম্মুখে দাঁড়ায়-কিশোরী তার সেনাপতিকে চিনতে পারে।

১৪ বছরের কিশোরীর ধবধবে জমিন নয়মাসে কি করে একটি লাল জমিন হয়ে উঠে তারই প্রামাণ্য কাহিনী লাল জমিন।   শুধু মুক্তিযুদ্ধ নয়,  তার পর আরও কয়েকটি দশক। সেই কিশোরীর মনে জেগেছে আজ নতুন কিছু প্রশ্ন। লাল জমিন এমনই কিছু প্রশ্নর উৎসভূমি। লাল জমিনের সঙ্গীত পরিচালনা করেছেন জুলফিকার চঞ্চল ও রমিজ রাজু। কন্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, রমিজ ও নীলা। লাইটে কাজ করেছেন জয়, আতিক ও মির্জা শাকিব। কস্টিউম ডিজাইন করেছেন ওয়াহিদা মল্লিক জলি এবং তাকে সহযোগিতা করেছেন নীলা মমতাজ। সেট নির্মাণ করেছেন জুয়েল, সানী ও আসাদ।

গত ১৯ মে নাটমন্ডলেই নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। আজ পঞ্চম বারের মতো নাটকটি মঞ্চস্থ হবে। মোমেনা চৌধুরী বলেন, অভিনয়েই আমি আমার মূল সত্ত্বা খূঁজে পাই। তাই অভিনয় করতেই আমি ভালোবাসি। আমার রিপার্টরি থিয়েটার শূন্যন-এর প্রথম প্রযোজনা ‘লাল জমিন’-এ আমার একক অভিনয় সবার ভালো লাগবে এটাই আমি বিশ্বাস করি। ’ বিশেষত উল্লেখ্য, মোমেনা চৌধুরী বিগত একুশ বছর আরন্যক নাট্যসম্প্রদায়ের সাথে জড়িত থাকলেও একক অভিনয় তিনি কখনোই করেননি। লাল জমিন-ই তার প্রথম একক অভিনীত কোন নাটক।


বাংলাদেশ সময় ১৭২০, জুন ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।