ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সিসিমপুর মেলা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুন ৩০, ২০১১

বিটিভির ছোটদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুরের মজার মজার চরিত্রগুলোর সঙ্গে ছোটদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে সিসিমপুর মেলা। বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে ১ ও ২ জুলাই অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে এই মেলা।

প্রাণ জুনিয়র জুস-এর সৌজন্যে শিশুদের প্রিয় এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমীর সিসিমপুর আউটরিচ প্রকল্প।

সিসিমপুর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন চৌধুরী। মেলায় শিশুদের জন্য থাকছে নানা ধরনের খেলা, জাদু, বায়োস্কোপ, সিসিমপুর প্রদর্শনী, ছবি আঁকা আর তাদের প্রিয় হালুম, টুকটুকি, ইকরি ও শিকুর সঙ্গে ছবি তোলার অপূর্ব সুযোগ। মেলায় সশরীরে উপস্থিত থেকে শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবে হালুম ও টুকটুকি। বিনোদনের পাশাপাশি মেলায় থাকবে নানারকম শিক্ষামূলক কার্যক্রম।

এই মেলা শিশু, কিশোর, শিক্ষক ও অভিভাবক সবার জন্য উন্মুক্ত। সিসিমপুর মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। মেলার প্রতিপাদ্য বিষয় ‘পৃথিবীটা দেখছি প্রতিদিন শিখছি’।

বাংলাদেশ সময় ১৫৫০, জুন ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।