ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

জনসম্মুখে ৫ মাসের অন্তঃস্বত্তা ঐশ্বরিয়া

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১

বলিউডের চলতি বছরের সবচেয়ে চমক জাগানো খবর ‘ঐশ্বরিয়া রাই বচ্চন মা হতে চলেছেন’। শ্বশুর অমিতাভ বচ্চন এই খবরটি প্রকাশ করার পর পরই বলিউডে আনন্দের ঝড় বয়ে যায়।

কিন্তু ঐশ্বরিয়াকে এরপর আর প্রকাশ্যে দেখা যায় নি কোথাও। এবার অন্তঃস্বত্তা ঐশ্বর্যকে প্রথমবারের মতো জনসম্মুখে দেখা যাবে নয়া দিল্লিতে এক পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে।

চলচ্চিত্রে অসমান্য অবদান রাখায় ঐশ্বর্য রাইকে প্রদান করা হচ্ছে ফ্রান্স সরকারের বিশেষ পুরস্কার। ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে নয়া দিল্লিতে ঐশ্বরিয়াকে সম্মানিত করা হচ্ছে ‘অফিসার দঁ ওরদে দে আর্ট দে লিতরে’ খেতাবে। দিল্লির তাজপ্যালেস হোটেলে এইদিন ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেরোম বন্নাফোন্ট পুরস্কারটি ঐশ্বর্যের হাতে তুলে দিবেন। এ অনুষ্ঠানের মাধ্যমে অন্তঃস্বত্তা ঐশ্বরিয়া রাই বচ্চন প্রথম জনসম্মুখে আসছেন। এর আগে ২০০৮ সালেও তাকে এই পুরস্কারটির জন্যে মনোনীত করা হয়েছিল। কিন্তু ঐশ্বর্যের বাবার শারিরীক অসুস্থতার কারণে পুরস্কারটি নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি।

বিশেষ সূত্রে জানা গেছে, গর্ভবতী ঐর্শ্বয রায় ৫ মাসে পদার্পন করলেন। বচ্চন পরিবারে তার যত্নের কোনও ত্রুটি হচ্ছে না তা নিঃন্দেহে বলা যায়। অনাগত অতিথির আগমনের প্রস্ততির আনন্দে ভাসছে বচ্চন পরিবার। এই সুন্দর সময়ে বাড়তি আনন্দ নিয়ে আসছে ঐশ্বর্যের পুরস্কার প্রাপ্তি। তাই এই অনুষ্ঠানটিতে ঐর্শ্বয রায়ের বাবা-মা,ভাই-ভাবীসহ পুরো বচ্চন পরিবার অর্থাৎ স্বামী অভিষেক বচ্চন, শ্বশুর অমিতাভ বচ্চন, শাশুড়ি জয়া বচ্চন, ননদ শ্বেতা নানদা এবং অন্যান্য সবাই উপস্থিত থাকবেন।

এ প্রসঙ্গে ঐশ্বর্য  বলেন, ‘আমি আমার পুরো পরিবারকে সঙ্গে নিয়ে আনন্দের এই মুহূর্তটিকে উপভোগ করতে চাই। আমি কৃতজ্ঞ যে তারা সবাই আমার সাথেই থাকছেন। ’ অনুষ্ঠানে ঐশ্বর্যকে ফ্রান্সের জাতীয় পতাকার তিনটি রঙের সমন্বয়ে ডিজাইন করা পোশাকে দেখা যাবে।

সূত্র: ওয়েব
বাংলাদেশ সময় ১৬৪০, জুলাই ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।