ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আবদুর রহমান বয়াতীর জন্য চিকিৎসা সহায়তা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১

লোকসঙ্গীত শিল্পী আবদুর রহমান বয়াতীর শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরে সংকটাপন্ন। তিনি বর্তমানে জাপান বাংলাদেশ ফ্র্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অসস্থায় রয়েছেন।

এই খ্যাতিমান শিল্পীর সুচিকিৎসার জন্য প্রয়োজন মোটা অংকের অর্থ।

কন্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক, গীতিকারদের পক্ষে অসুস্থ প্রবীণ এই শিল্পীকে দেখতে ১৩ জুলাই দুপুরে জাপান বাংলাদেশ ফ্র্রেন্ডশীপ হাসপাতালে যান দিলরুবা খান, মোহাম্মদ খূরশীদ আলম, ফরিদা পারভীন, শেখ সাদী খান, আকরামুল ইসলাম  এবং চ্যানেল আই-এর পক্ষে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শহিদুল আলম সাচ্চু।

এ সময় আবদুর রহমান বয়াতীর চিকিৎসা সহায়তার জন্য সিটিসেল, চ্যানেল আই, কন্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক, গীতিকারদের পক্ষ থেকে এক লাখ টাকা শিল্পীর হাতে তুলের দেয়া হয়।

বাংলাদেশ সময় ১৭৫০, জুলাই ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।