ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আইনি বিপাকে আমির খান

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১১

মুক্তি পাওয়ার আগে ও পরে নানা তর্ক বিতর্কের মধ্য দিয়ে  ‘দিল্লি বেলি’ ছবিটি এগিয়ে চলেছে ব্যবসায়িক সাফল্যের পথে। আইনগত ঝামেলায় জড়িয়ে পড়েছেন ছবিটির প্রযোজক বলিউডের পারফেক্টশনিস্ট আমির খান।

ছবিটিতে আপত্তিকর গান প্রদর্শনের অভিযোগে গত ২৫ জুলাই এলাহাবাদ হাইকোর্ট  তার বিরুদ্ধে মোট তিনটি নোটিশ জারি করেছে।

আপত্তি উঠেছে ছবির ‘ডিকে বোস’ গানটি নিয়ে। সম্প্রতি একটি জনস্বার্থ মামলায় গানটির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গানটির প্রদর্শন চালিয়ে যাওয়া হয়। এর কারণ জানতে চেয়ে আদালত আরো দুটি পৃথক নোটিশ পাঠিয়েছে আমির খানের কাছে। এছাড়া একটি ডিভিশন বেঞ্চ সেন্সর বোর্ড এবং গানটির লেখক রাম সামপাথের কাছে নোটিশ পাঠায়।

এ প্রসঙ্গে ব্যারিস্টার বিনয় সারাণ জানান, আপত্তিকর এই গানটি কেবল প্রাপ্তবয়স্কদের জন্যে উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিলো। তাই ছবির বাইরে গানটি অন্য কোথাও প্রদর্শন করা উচিত হয়নি। ’

ডিভিশন বেঞ্চ থেকে আমির খান ও অন্যদেরকে দুই সপ্তাহের মধ্যে জবাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ৯ আগস্ট।

বাংলাদেশ সময় ২০৩০, জুলাই ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।