ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

‘খাজা বাবার ডেক’ এর প্রদর্শনী

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১১

সমাজের অনেকেই ইসলামের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজেকে পরিচালিত করার চেষ্টা করেন। খুঁজে ফেরেন আত্মশুদ্ধির পথ।

এমনই একদল মানুষের ধর্মীয় আচার নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর কয়েকজন শিক্ষার্থী।

‘খাজা বাবার ডেক’ নামের এই প্রামাণ্যচিত্রে তারা তুলে ধরেছেন ‘ওরস মোবারক’ এর মাধ্যমে কিভাবে মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজে ফেরে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর উদ্যোগে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য ইমরান রহমান। ইউনিভার্সিটির ভিডিও কমিউনিকেশন-১ কোর্সের অধীনে শিক্ষার্থীরা এই প্রমাণ্যচিত্র নির্মাণ করেছে।

প্রামাণ্যচিত্রের অন্যতম নির্মাতা ইমরান নূর রফি জানান, ‘সৃষ্টিকর্তার আশীবার্দ লাভের আশায় মানুষ নানারকম আচার অনুষ্ঠান করে। প্রামাণ্যচিত্রে আমরা এমনি একটি অনুষ্ঠানের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। ’

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।